ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শতরানের আগে ৫ উইকেট হারাল রাজশাহী

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০, ৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শতরানের আগে ৫ উইকেট হারাল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন এলইডি টেলিভিশন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের শিরোপার লড়াইয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ।

 

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজশাহী বিভাগ। ৮৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা। ইনিংসের প্রথম দুই ওভারে ২ উইকেট হারায় রাজশাহী। প্রথম ওভারে আলাউদ্দিন বাবুর বলে জাহিদ জাভেদের হাতে ক্যাচ দেন মিজানুর রহমান (০)। দ্বিতীয় ওভারে সাজেদুল ইসলাম আউট করেন গত ম্যাচে সেঞ্চুরির স্বাদ পাওয়া জুনায়েদ সিদ্দীককে (১)।

 

তৃতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন অধিনায়ক জহরুল ইসলাম ও মাইশিকুর রহমান। এ জুটি ভাঙেন আরিফুল হক। ডানহাতি এ স্পিনারের বলে বোল্ড হন রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম (২০)।  বেশিক্ষণ টিকতে পারেননি মাইশিকুর রহমানও। দলীয় ৭৩ রানে সাদ্দাম হোসেনের বলে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দেন ৪৮ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রান করা মাইশিকুর। স্কোরবোর্ডে ১০ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন হামিদুল ইসলাম (২)।

 

মধ্যাহ্ন বিরতির আগে ৫ উইকেটে রাজশাহীর স্কোর ১০১। ফরহাদ হোসেন ১০১ রানে ব্যাটিং করছেন। তার সঙ্গে আছেন সাঞ্জামুল ইসলাম।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়