ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শত্রুতাবশত বিষ দিয়ে ২০ মণ মাছ নিধন

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শত্রুতাবশত বিষ দিয়ে ২০ মণ মাছ নিধন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শত্রুতাবশত দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ দিয়েছেন। এতে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ মারা গেছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরের মালিক আমিরুল ইসলাম জানান, দুপুরে পুকুরে এসে দেখেন মাছ মরে পানিতে ভেসে আছে। 

তিনি জানান, যে বিষ প্রয়োগের ফলে মাছগুলো মারা গেছে, সেই বিষের বোতল এবং একটি হাতমোজা ওই পুকুরের পাড়ে পাওয়া গেছে। এতে বিভিন্ন প্রজাতির ২০ মণ মাছ মারা গেছে।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেউ শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে মৎস্যচাষি আমিরুল ইসলামের ব্যাপক ক্ষতি হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 



রাইজিংবিডি/কুষ্টিয়া/২০ জুলাই ২০১৭/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়