ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শশী কাপুরের অজানা কথা

আহমেদ শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শশী কাপুরের অজানা কথা

আহমেদ শরীফ: বলিউডের আরেকটি নক্ষত্রের পতন হলো গত ৪ ডিসেম্বর। সুদর্শন, প্রাণবন্ত ছিলেন কাপুর বংশের উজ্জ্বল তারকা শশী কাপুর। ১৯৩৮ সালের ১৮ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। বলিউডের সবচেয়ে নামকরা পরিবার কাপুর বংশের এই জাত অভিনেতা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। চলুন জেনে নেই শশীর কাপুরের অজানা, কম-জানা কথাগুলো।

* বলিউডের নামকরা অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ( মুঘল এ আজম সিনেমায় সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করে অমর হয়ে আছেন তিনি) তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট শশী কাপুর। তার বড় ভাই রাজ কাপুর কিংবদন্তি অভিনেতা। মেজ ভাই শাম্মী কাপুরও সিনেমায় নাম করেছেন। 

* ইংরেজ অভিনেত্রী জেনিফার কেনডালকে ১৯৫৮ সালে বিয়ে করেন শশী কাপুর। ১৯৭৮ সালে পৃথ্বী থিয়েটার গড়ে তোলেন দুজনে মিলে। তাদের সংসারে কুনাল কাপুর, করণ কাপুর ও সঞ্জনা কাপুর- তিন সন্তান রয়েছে। তারা তিনজনই অভিনয়ের সাথে কম-বেশি যুক্ত।

* ১৯৪৮ সালে ‘আগ’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন শশী কাপুর। প্রধান চরিত্রে প্রথম অভিনয় করেন ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ ছবিতে।

* ‘দ্য হাউজ হোল্ডার’ ‘হিট অ্যান্ড ডাস্ট’ ‘বম্বে টকিজ’ ‘সিদ্ধার্থ’সহ ব্রিটিশ ঘরানার কয়েকটি ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন শশী কাপুর।

* ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করা শশী কাপুরের ছবিগুলোর মধ্যে ‘যাব যাব ফুল খিলে’ ‘দিওয়ার’ ‘কাভি কাভি’ ‘নমক হালাল’ ‘ত্রিশুল’ ‘সত্যম শিবম সুন্দরম’ ‘সোহাগ’ ‘শান’ ‘সিলসিলা’ অন্যতম। উল্লেখিত হিট ছবিগুলোর বেশীরভাগ ছবিতে অমিতাভ বচ্চনকে সহ-অভিনেতা হিসেবে দেখা গেছে।

* শশী কাপুর প্রোডাকশন হাউস গড়ে তুলেছিলেন। সেখান থেকে অনেক ছবি নির্মিত হয়েছে যেগুলো পরবর্তী সময়ে প্রশংসিত হয়েছে। 

* ১৯৯১ সালে অমিতাভ বচ্চনকে মূল চরিত্রে রেখে ‘আজুবা’ নামের ফ্যান্টাসি ছবি প্রযোজনা ও পরিচালনা করেন শশী কাপুর। এর আগে ১৯৮৮ সালে একটি রাশিয়ান ছবিও পরিচালনা করেন তিনি।

* সেরা অভিনেতা হিসেবে ১৯৮৬ সালের ছবি ‘নিউ দিল্লি টাইমস’ ও ১৯৯৩ সালে ‘ইন কাস্টডি’ ছবি দুটির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পান তিনি।

* ১৯৯৮ সালে ‘জিন্নাহ’ এবং ‘সাইড স্ট্রিটস’ নামে দুটি ইংলিশ ছবিতে শেষ বারের মতো শশী কাপুরকে অভিনয় করতে দেখা যায়।

* তিনি ‘দূরদেশ’ শিরোনামে বাংলা ছবিতেও অভিনয় করেছেন।

 


রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৭/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়