ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শহীদ পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শহীদ পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সকাল সাড়ে ৭ টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনকালে পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন। এ সময় বিউগলে বাজানো হয় করুন সুর। ডিএমপির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর শহীদদের সম্মান জানায়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’এর নামে ঢাকায় প্রথম গণহত্যা শুরু করে। রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সর্ব প্রথম ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন অকুতোভয় বীর পুলিশ সদস্যরা। এ সময় অনেক পুলিশ সদস্য শহীদ হন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়