ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পৃথক বিদ্যালয়ের সুপারিশ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পৃথক বিদ্যালয়ের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য আলাদা বিদ্যালয় স্থাপন করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, পীর ফজলুর রহমান, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন ও সৈয়দা সায়রা মহসীন বৈঠকে অংশ নেন।

বৈঠকে সরকারি শিশু পরিবারের নিবাসীদের জন্য মাসিক ভাতা ২ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ টাকা করার সুপারিশ করা হয়। এ ছাড়া শারীরিক ও মানসিক প্রতিবন্ধী স্কুল থেকে পাস করা ছাত্র-ছাত্রীদেরকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রশিক্ষণ শেষে মৈত্রী শিল্পে চাকরি, প্রশিক্ষণ-উর্ত্তীণ প্রতিবন্ধীদের মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা পুনর্বাসন অনুদান এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়।




রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়