ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শার্শায় বাস-পাজেরো সংঘর্ষ

বন্দরের গাড়িচালক নিহত, আহত উপপরিচালক

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৯, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্দরের গাড়িচালক নিহত, আহত উপপরিচালক

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় বেনাপোল বন্দরের গাড়িচালক নিহত এবং বন্দরের উপপরিচালকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে কলকাতা থেকে আগরতলাগামী বাসের সঙ্গে বেনাপোল স্থলবন্দরের একটি পাজেরো গাড়ির সংঘর্ষ হয়।

এ সময় নিহত হন বেনাপোল বন্দরের গাড়িচালক জাহিদুল ইসলাম। আহত হন বেনাপোল বন্দরের উপপরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুর রহমান। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে শার্শার নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, সকাল ৯টার দিকে যশোর বেনাপোল সড়কের শ্যামলাগাছি এলাকায় আগরতলা থেকে কলকাতাগামী সৌহার্দ পরিবহনের সঙ্গে বেনাপোল স্থলবন্দরের পাজেরো গাড়ির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বন্দরের গাড়িচালক জাহিদুল ইসলাম নিহত হন। এ সময় বেনাপোল বন্দরের উপপরিচালক আমিনুল ইসলাম, আনসার সদস্য সাইদুর রহমানসহ তিনজন আহত হন। সৌহার্দ পরিবহনের চালক বিশ্বজিৎকে আটক করা হয়েছে।



রাইজিংবিডি/যশোর/২২ জুন ২০১৭/বিএম ফারুক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়