ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাহজালালে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটির কাজ শুরু

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটির কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি।

শনিবার সকালে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে যান এবং আলামত সংগ্রহ করেন।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ঘটনাস্থলের বিভিন্ন স্থান সরেজমিন দেখেছি। অনেকের সঙ্গে কথাও হয়েছে। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ার ইন্ডিয়ার অফিস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সেখান থেকে বিদ্যুতের পোড়া তার, সুইচ বোর্ড, কম্পিউটারের পিসিসহ আরো কিছু আলামত নেওয়া হয়েছে। যার তদন্ত চলছে। এরপরই বলা যাবে আগুনের প্রকৃত কারণ।’

এ সময় কমিটির অন্য দুজন মামুন মাহমুদ ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে টার্মিনাল ভবনের তৃতীয় তলায় একটি এয়ারলাইন্সের অফিসে আগুন লাগে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তে করা হয় দুটি কমিটি।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়