ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২ টা ৩৫ মিনিট হতে ১ টা ২৫ মিনিট পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের নগর জালফৈ বাইপাস এলাকায় অবস্থান নেয় তারা।

এর আগে শহরের  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে আসে। শিক্ষার্থীরা এসময় বিভিন্ন গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ, গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স চেক করে মহাসড়কে চলাচলকারীদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেয়।

এদিকে রোববার স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় রাজধানীর ধানমন্ডি ও জিগাতলা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদও জানান তারা।

আন্দোলনরত বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মো. সাজিদ খান বলেন, ‘যতদিন পর্যন্ত আমাদের দাবি গুলো মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

 



মাওলানা মোহাম্মদ আলী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমন মিয়া বলেন, ‘আইন সবার জন্য সমান হলেও বাস্তবে তা প্রয়োগ করা হয় না। প্রভাবশালীদের গুরত্ব দেওয়া হয়। বড় বড় রাজনৈতিক কর্মকর্তাদের ব্যবহৃত গাড়ির রেজিষ্ট্রেশন থাকে না। তাদের প্রতি আইনের নজর রাখার জন্য দাবি করছি।’

সৃষ্টি একাডেমিক স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মো. রাকিবুল হাসান বলেন, ‘লাইসেন্সবিহীন চালকরা রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায়। আমি প্রতিটি চালককে ট্রেনিং এর মাধ্যমে গাড়ি চালানোর জন্য অনুরোধ করছি।’

মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মমিন বলেন, ‘কয়েকটা গাড়ির রেজিষ্ট্রেশন কার্ড, ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স চেক করেছি। যাদের এগুলো নেই তাদের দ্রুত সময়ের মধ্যে কাগজপত্র করার জন্য অনুরোধ করেছি।’

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল। প্রায় এক ঘন্টা অবরোধ শেষে যার যার প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা চলে যায়। এখন ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।



রাইজিংবিডি/টাঙ্গাইল/৫ আগস্ট ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়