ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন, সমালোচনা

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন, সমালোচনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার দিঘলিয়া উপজেলা সদরে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন করানো হয়েছে।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতিকে ইউপি চেয়ারম্যান কর্তৃক হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার স্কুল সময় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন পালিত হয়। উপজেলা শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর ঘটনায় উপজেলাজুড়ে সমালোচনা চলছে। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। তবে আয়োজকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


দিঘলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলামকে সম্প্রতি একই উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলা শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসুচিতে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সেনহাটি স্কুলের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, ফাতেমা মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল ইসলাম, আয়াতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফাতুল মতিন, এম এ মজিদ কলেজের উপাধ্যক্ষ খান রওশন আলী প্রমুখ।

শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধনের বিষয় উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সেনহাটি স্কুলের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন বলেন, স্কুলের সামনে কর্মসুচি চলায় শিক্ষার্থীরা এসেছিল। পরে প্রধান শিক্ষক আবার তাদের ক্লাসে নিয়ে যায়। শিক্ষার্থীরা কর্মসুচিতে অংশ নেয়নি।



রাইজিংবিডি/খুলনা/১৯ জানুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়