ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৭ মার্চ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ মার্চ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রীদের জন্য নবনির্মিত আবাসিক ভবন ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ১০টায় এ ভবন উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ‘৭ মার্চ ভবন’ -এর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।

নতুন এ ভবন উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী তরুণ শিক্ষকদের আবাসনের জন্য নির্মিত শহীদ আবুল খায়ের ভবন, এমবিএ ভবন (ইস্টার্ন উইং), চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বঙ্গবন্ধু টাওয়ার ও জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য নির্মিত আবাসিক ভবনের ফলক উন্মোচন করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।



প্রসঙ্গত, ১৯৭১ এর ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণীয় করে রাখতে ৭ মার্চ ভবন নির্মাণ করে ঢাবি কর্তৃপক্ষ।

১১তলা বিশিষ্ট এই ৭ মার্চ ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৮ কোটি টাকা। এতে ছাত্রীদের জন্য আধুনিক নানা সুবিধা রয়েছে।  ভবনে প্রায় এক হাজার ছাত্রী আবাসন সুবিধা পাবেন।



রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৮/ইভা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়