ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘শিগগির ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ২২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ‘শিগগির ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা’

জ্যেষ্ঠ প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষের দিকে। শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিষয়ে তদন্ত করছে। তদন্তও শেষের দিকে বলে আমি শুনেছি। তদন্তে তার দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দোষী হলে ফৌজদারি এবং বিভাগীয় মামলা হতে পারে।’

উল্লেখ্য, দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে তিন সদস্যের দল ডিআইজি মিজানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করেছে। অনুসন্ধানে মিজানুর রহমানের নামে-বেনামে ৪ কোটি ২ লাখ ৮৭ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া গেছে। মিজানুর রহমানের ছোট ভাই মাহবুবুর রহমানের নামে করেছেন প্রায় ১ কোটি টাকার সম্পদ।

দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে তিন সদস্যের দল ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলার সুপারিশ করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুসন্ধান প্রতিবেদন পেশ করেছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৯/মাকসুদ/রফিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়