ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিগগিরই ফরিদপুর বিভাগ হচ্ছে : এলজিআরডি মন্ত্রী

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিগগিরই ফরিদপুর বিভাগ হচ্ছে : এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুরকে বিভাগ করা হচ্ছে। শিগগিরই ফরিদপুর বিভাগ হচ্ছে।

তিনি বলেন, আগামী ২০১৮ সালের জুন মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেলে ফরিদপুরের ইমামউদ্দিন স্কয়ারে জেলা শ্রমিকলীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত হয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কাছে গিয়ে বিগত দিনে কি অবস্থা ছিল, আর কি উন্নয়ন হয়েছে তা তুলে ধরতে হবে।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ভিহিক্যাল অ্যাক্ট ২০১৭ নিয়ে শ্রমিকদের আপত্তি রয়েছে। কিন্তু শাস্তির বিধান থাকলেই শাস্তি প্রদান করা হয় না। আইনে শাস্তির বিধান থাকলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।

মন্ত্রী বলেন, শ্রমিক-মালিকদের সঙ্গে আলোচনা করেই এ আইন পাস করা হবে।

ফরিদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আক্কাস হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন  সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর ও জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।



রাইজিংবিডি/ফরিদপুর/৬ মে ২০১৭/মো. মনিরুল ইসলাম টিটো/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়