ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিগিগিরই বিএসএমএমইউতে সাধারণ জরুরি বিভাগ চালু

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৩১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিগিগিরই বিএসএমএমইউতে সাধারণ জরুরি বিভাগ চালু

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, বিএসএমএমইউতে সাধারণ জরুরি বিভাগ চালুর কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি চালু করা হবে।

 

শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব ইমারজেন্সি মেডিসিন (বিএসইএম)-এর দুদিনব্যাপী ৭ম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

 

বিএসএমএমইউ উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের ৩০০ শয্যাই জরুরি বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ইমারজেন্সি মেডিসিনবিষয়ক কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। এ বিষয়টি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

 

আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক উপদেষ্টা যুক্তরাষ্ট্রের অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক উপদেষ্টা যুক্তরাজ্যের ডা. এম ওহিদুল আলম।

 

স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সেক্রেটারি জেনারেল ডা. রাগিব মনজুর। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক।

 

সম্মেলনে ১০০ জন ডাক্তার ও ৫০ জন নার্সকে এ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া ছাড়াও দেশ-বিদেশের ডাক্তাররা বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

 

বক্তারা বলেন, বর্তমান যুগে ইমারজেন্সি মেডিসিন বিশ্বের প্রায় সব দেশেই একটি স্পেশালিটি হিসেবে জরুরি বিভাগের রোগিদের সেবায় নিয়োজিত। দ্রুত সঠিক চিকিৎসার মাধ্যমে এ বিষয়টির গুরুত্ব অসীম। রোগি হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রোগির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগিকে সুস্থ করে তোলার জন্য ইমারজেন্সি মেডিসিন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৬/আরিফ সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়