ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নতুন ফেরি উদ্বোধন

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নতুন ফেরি উদ্বোধন

ফেরি উদ্বোধন করছেন নৌমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি : শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ‘কুমিল্লা’ নামে একটি ফেরি উদ্বোধন করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফেরিটির উদ্বোধন করা হয়।

এর আগে শিমুলিয়াঘাট এলাকার বালুরমাঠে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রকৌশলী ড.  জ্ঞান রঞ্জন শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌ পরিবহন সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার প্রমুখ।

এ সময় শাহাজান খান বলেন, চলতি বছরে বর্তমান সরকার আরো ১৬ টি ফেরি নির্মাণের কাজ হাতে নিয়েছে। নির্মাণ শেষ হলে অচিরেই ফেরিগুলা দেশের বিভিন্ন নৌরুটে যোগাগোর রক্ষার কাজে লাগানো হবে। বিগত বিএনপি জোট সরকার ক্ষমতায় থেকে একটি ফেরিও ক্রয় করেনি।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলতেন, সরকার কি উন্নয়ন করেছে মানুষ দেখে না। লন্ডনে গিয়ে চোখের ছানি কেটে আসার পর এখন আর বলে না দেশে উন্নয়ন হয়নি।

 

 

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/১২ জানুয়ারি ২০১৭/শেখ মো. রতন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়