ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শিমুলের হত্যাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২২, ৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিমুলের হত্যাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলিতে নিহত সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে দেশের সব সাংবাদিক সংগঠন মিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেছেন সাংবাদিক নেতারা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমমুলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, সাংবাদিকেরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। পুলিশ যখন প্রকাশ্যে সাংবাদিক নির্যাতন করে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ধাক্কাধাক্কি হয়েছে! এমন কথা আপনার মুখে শোভা পায় না।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, শাহবাগে সাংবাদিকদের ওপর নির্যাতন করা হলো, রাজনৈতিক দলের অভ্যান্তরীণ কোন্দলে সমকালের সাংবাদিককে প্রাণ দিতে হলো। আমরা এ সমস্ত ঘটনায় পুলিশের লোক দেখানো তদন্ত চাই না। অপরধীরা যত ক্ষমতাবানই হোক না কেন আমরা তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করি।

ডিআরইউর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বলেন, অতীতে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় বেশ কয়েকদিন ধরে সাংবাদিকদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এ অবস্থায় সাংবাদিক সমাজ নিরব থাকতে পারে না। তাই দ্রুত সব সাংবাদিকদের ওপর  নির্যাতন ও হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি করছি।

আয়োজক সংগঠনের সভাপতি শামসুল আলম খান সেতুর সভাপতিত্বে মানববন্ধনে ছিলেন,  জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি খায়রুজ্জামান খান কামাল, সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার আজম, নির্বাহী সদস্য আবু আলী, মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম প্রমুখ।

 





রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/নাসির/এসএন

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়