ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘শিল্প প্রতিষ্ঠানগুলোকে আরো মনোযোগী হতে হবে’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শিল্প প্রতিষ্ঠানগুলোকে আরো মনোযোগী হতে হবে’

অর্থনৈতিক প্রতিবেদক : শিল্পসচিব মো. আবদুল হালিম বলেছেন, ‘তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে টিকে থাকতে হলে পণ্যের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন খরচ হ্রাসের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আরো মনোযোগী হতে হবে।’

তিনি বলেন, ‘কর্মীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের উৎপাদনশীলতা ও সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।’

সোমবার রাজধানীর মতিঝিলে চেম্বার বিল্ডিংয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

যৌথভাবে সেমিনারের আয়োজন করে এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন ও সোশ্যাল রেসপন্সিবিলিটি এশিয়া বাংলাদেশ।

শিল্পসচিব বলেন, ‘ট্যানারি শিল্পসংক্রান্ত ইতালি বিশেষজ্ঞ দল ও লেদার ওয়ার্কিং গ্রুপ উভয়ে তাদের পৃথক অডিট রিপোর্টে সাভার ট্যানারি শিল্পনগরীতে স্থাপিত সিইটিপি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছে।  কিছু ছোটখাট ত্রুটি ধরা পড়েছে এবং এগুলোর দ্রুত সমাধান করা হচ্ছে।’

আন্তর্জাতিক মানসম্পন্ন সিইটিপি স্থাপনের ফলে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের গ্রহণযোগ্যতা ও রপ্তানি অনেক বৃদ্ধি পাবে।

থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. উইশাই চাতিনাওয়াত মূলপ্রবন্ধ উপস্থাপনকালে বলেন, ‘ম্যাটেরিয়াল ফ্লো কস্ট অ্যাকাউন্টিংয়ে কিছু ম্যানেজমেন্ট টুলস ব্যাবহারের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। এতে উৎপাদন প্রক্রিয়ার কিছু সমস্যা সমাধান করে উৎপাদন খরচ কমানো যায় এবং ওয়েস্টেজ বা বর্জ্যের পরিমাণ কমানো সম্ভব হয়, যা পরিবেশবান্ধব।’

ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের পরিচালক এস এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল রেসপন্সিবিলিটি এশিয়া, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমাইয়া রশিদ।

এ সময় ম্যাটেরিয়াল ফ্লো কস্ট অ্যাকাউন্টিংয়ের সফল প্রয়োগ ঘটিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করায় কুসুমকলি সু ফ্যাক্টরি ও ব্লু ওশ্যান ফুটওয়্যার লিমিটেডকে সার্টিফিকেট প্রদান করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়