ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিল্পী সৈকত মিত্রের ব্যাগ উদ্ধার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিল্পী সৈকত মিত্রের ব্যাগ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী শ্যামল মিত্রের ছেলে শিল্পী সৈকত মিত্রের হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিয়েছে পুলিশ।

রাজধানীর মিরপুর থেকে তার ব্যাগটি উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘২০ মে রাতে গুলশান-২ এ একটি দাওয়াতে যান কণ্ঠশিল্পী সৈকত মিত্র। তবে ভুলবশত নিজের হ্যান্ড ব্যাগটি সিএনজিতে রেখে যান। পরে শনিবার রাতে মিরপুর থেকে  সিএনজি অটোরিকশার সন্ধান পেয়ে ব্যাগটি উদ্ধার করে পুলিশ।

গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবদুল আহাদ জানান, ‘ওই সময় চালক অটোরিকশাটি নিয়ে দ্রুত চলে যায়। ব্যাগে সৈকত মিত্রের পাসপোর্টসহ বেশ কিছু মূল্যবান কাগজপত্র ছিল। বিষয়টি ভারতীয় দূতাবাসে অবহিত করলে দূতাবাসের পক্ষ থেকে সহায়তা চাওয়া হয়। এরপরই সিএনজির সন্ধান মেলে। তবে কাউকে  আটক করা হয়নি। শনিবার রাতেই পুলিশের পক্ষ থেকে ব্যাগটি হস্তান্তর করা হয় শিল্পী সৈকত মিত্রের কাছে। হারিয়ে যাওয়া ব্যাগ ফেরত পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৭/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়