ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিশু নেফ্রোলজি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ ও এসি উদ্বোধন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু নেফ্রোলজি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ ও এসি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের তৃতীয় তলায় শিশু নেফ্রোলজি (কিডনি) ওয়ার্ডে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ ও শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) উদ্বোধন করা হয়েছে।

বুধবার এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডা. মোঃ আলী আসগর মোড়ল, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. হারিসুল হক, শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক ডা. গোলাম মাঈনউদ্দিন, অধ্যাপক ডা. রঞ্জিত রঞ্জন রায় উপস্থিত ছিলেন।

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ
ঢাকায় সেন্ট্রাল হাসপাতালসহ সারাদেশে চিকিৎসকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে শিক্ষক সমিতির উদ্যোগে এ সভা হয়।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার জানান, সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ ডা. মোঃ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান ও শিক্ষক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়