ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শীতকালীন সবজি চাষে ব্যস্ত যশোরের কৃষক

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১৫ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীতকালীন সবজি চাষে ব্যস্ত যশোরের কৃষক

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে এবার বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিয়ে শীতকালীন সবজি আবাদে ঝুঁকেছেন কৃষক।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, যশোরে এ বছর ১৫ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। যশোর অঞ্চলে সবচেয়ে বেশি বেগুন, পটল, ঢেঁড়স, করলা, পুঁইশাক, চিচিঙ্গা, ডাটা শাক, পেঁপে, কলা, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, কুমড়া, পালংশাক, লালশাক ও টমেটো উৎপাদন হয়। প্রতি বছর জেলায় ৫ লাখ ৫৬ হাজার টন সবজি উৎপাদিত হয়।

 

যশোরের সবজি জোন হিসেবে পরিচিত সদর উপজেলার বারীনগর, হৈতবপুর, চুড়ামনকাটি, লেবুতলা এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ শীতকালীন সবজি। কৃষক-কৃষাণিরা সবজির যত্ম নিচ্ছেন। আবার কেউ কেউ সবজি তোলা শুরু করেছেন।  

 

আব্দুলপুর মাঠে কথা হয় কৃষক জুলফিক্কার আলীর সঙ্গে। তিনি বলেন, ‘গত ২-৩ মাস আগে ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি সরে যাওয়ার পর শীতকালীন সবজির আবাদ করেছি। এই সবজি থেকে ক্ষতি পুষিতে নেওয়ার চেষ্টা করছি।’

 

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদ হোসেন বলেন, ‘জেলার অর্থনীতি সবজি নির্ভর। এবারের বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। আশা করছি শীতকালীন সবজিতে কৃষক ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।’

 

 

 

রাইজিংবিডি/যশোর/১৫ অক্টোবর ২০১৬/বিএম ফারুক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়