ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শীতের শুরুতেই জাতীয় শিল্প মেলা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীতের শুরুতেই জাতীয় শিল্প মেলা

অর্থনৈতিক প্রতিবেদক : আগামী শীতের শুরুতেই সপ্তাহব্যাপী জাতীয় শিল্প মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, শিল্পখাতে অর্জিত অগ্রগতি তুলে ধরতে এ মেলার আয়োজন করা হবে। এর ফলে দেশীয় পণ্যের বাজার প্রসারের পাশাপাশি শিল্পখাতে গুণগত পরিবর্তন আসবে বলে আমি আশা করছি।

বুধবার শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নব নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে বৈঠককালে এ কথা জানান শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের লক্ষ্য অর্জনে বেসরকারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত থাকবে এবং নতুন মূসক আইন শিল্পবান্ধব করতে সংশোধনের প্রস্তাবগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবেচনার জন্য প্রেরণ করা হবে।

বৈঠকে বিসিআইয়ের নেতারা শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে জাতীয় শিল্প মেলা আয়োজনের প্রস্তাব করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বিসিআইয়ের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিনিয়র সহ সভাপতি রঞ্জন চৌধুরী, পরিচালক দেলোয়ার হোসেন রাজা, প্রীতি চক্রবর্তী, রেহানা বেগম, আবুল কালাম ভূঁইয়া প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়