ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেখ হাসিনাই গণতন্ত্র ফিরিয়ে এনে সুসংহত করেছেন: ইমরান আহমদ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেখ হাসিনাই গণতন্ত্র ফিরিয়ে এনে সুসংহত করেছেন: ইমরান আহমদ

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে সুসংহত করেছেন।

মঙ্গলবার বিকালে জৈন্তাপুরে ইরা দেবীর মাঠে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, `বাংলাদেশের মানুষ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সামরিক শাসকরা সেই গণতন্ত্র হরণ করেছিল। গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে সুসংহত করেছেন।'

ইমরান আহমদ বলেন, `গত ৩০ ডিসেম্বর নির্বাচনে জনগণ উন্নত দেশ কামনায় শেখ হাসিনাকে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে। বাংলার মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রেখে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে।’

তিনি আরো বলেন, ‘সরকার জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল ও প্রতিশ্রুতিশীল।’

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার সিরাজুল হক, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, পূজা উদযাপন পরিষদের নেতা নৃপেন্দ্র কুমার দাস।




রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৯/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়