ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শ্রমিকদের পাঠানো অর্থে করারোপ করবে না সৌদি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিকদের পাঠানো অর্থে করারোপ করবে না সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : শ্রমিকদের পাঠানো অর্থে কর আরোপ করবে না সৌদি আরব। দেশটির অর্থ মন্ত্রণালয় রোববার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে তিন কোটি মানুষের বাস। এই জনগোষ্ঠীর তিন ভাগের এক ভাগই অভিবাসী। আবার এদের মধ্যে রয়েছে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক।

সেখানে কর্মরত শ্রমিকদের আয় করা অর্থ দেশে পাঠানোর সময় কোনো কর দিতে হয় না। তবে সম্প্রতি বিশ্ববাজারে তেলের মূল্য পড়ে যাওয়ায় দেশটিতে বাজেট ঘাটতি দেখা দিয়েছে। এরপরই দেশটিতে নানা ধরনের অর্থনৈতিক সংস্কারের কথা ঘোষণা করা হয়।

শনিবার সৌদি শুরা কাউন্সিল জানিয়েছে, বিদেশে পাঠানো রেমিট্যান্সের ওপর তারা ৬ শতাংশ কর আরোপের চিন্তাভাবনা করছে। তবে শুরা কাউন্সিলের সব প্রস্তাবই সৌদি শাসকগোষ্ঠী গ্রহণ করে না।

এর পরিপ্রেক্ষিতে রোববার সৌদি অর্থ মন্ত্রণালয় টুইটার বার্তায় বলেছে, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভেতর ও বাহিরে পুঁজির অবাধ প্রবাহের নীতির ওপর সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/শাহেদ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়