ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ষষ্ঠ সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

রাব্বি খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ষষ্ঠ সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

রাব্বি খান : ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে বিশ্ব ক্রিকেটে নিজেদের জানান দেয় বাংলাদেশ দল। তবে ১৯৯৭ সালে ওয়ানডে দল হিসিবে ক্রিকেট বিশ্বে মর্যাদা লাভ করে তারা। সেই ১৯৯৭ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে খেলে আসছে। তখন থেকেই ছোট-বড় মিলে অনেক সুখকর স্মৃতি রয়েছে বাংলাদেশের।

কিন্তু বলতে গেলে বাংলাদেশ দলের অবস্থাটা বেশ নাজুকই ছিল ২০১৪ সালে। সে বছরের অক্টোবর-নভেম্বর মাসে ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্বটা দেয়া হয় অভিজ্ঞ মাশরাফি বিন মর্তুজার কাঁধে। আর সেই থেকেই একের পর এক সিরিজ জিতে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে বিশ্বকাপের পর ষষ্ঠ সিরিজ জয়ের দ্বারপ্রান্তে।

বিশ্বকাপ ২০১৫ আসরে ইংল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ প্রথমবারের মত মুখ দেখে কোয়ার্টার ফাইনালে খেলার। সেই সাফল্যের সূত্র ধরেই ঘরের মাঠে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জেতাকে করে তোলে অভ্যাস।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ ঘরে তুলেছে পাঁচটি সিরিজের ট্রফি। পর্যায়ক্রমে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে টাইগাররা পরাজিত করেছে ওয়ানডের সিরিজ লড়াইয়ে। ঘরের মাঠে সাফল্য আসলেও ঐ অনুপাতে বিদেশের মাঠে সিরিজ জয় ধরা দিচ্ছিলনা বা বলা যায় খেলাই হয়নি তেমন।

চলতি বছরের একদম শুরুতে বাংলাদেশ দল যায় নিউজিল্যান্ড সফরে। তিন ওয়ানডের তিনটিতেই পরাজিত হয়ে ধবলধোলাই হওয়া বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা সফরে জাগিয়ে তুলছে সিরিজ জয়ের সম্ভাবনা। কলম্বোর শেষ ওয়ানডেতে স্বাগতিকদের পরাজিত করলেই বিশ্বকাপের পর নিজেদের ষষ্ঠ সিরিজ জয় করবে টাইগাররা।

চলুন দেখে নেয়া যাক বিশ্বকাপের পর বাংলাদেশের যত সিরিজ জয়ঃ

বাংলাদেশ বনাম পাকিস্তান (২০১৫): সিরিজ- বাংলাদেশ (৩-০)

বাংলাদেশ বনাম ভারত (২০১৫): সিরিজ- বাংলাদেশ (২-১)

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (২০১৫): সিরিজ- বাংলাদেশ (২-১)

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (২০১৫): সিরিজ- বাংলাদেশ (৩-০)

বাংলাদেশ বনাম আফগানিস্তান (২০১৬): সিরিজ- বাংলাদেশ (২-১)

১ এপ্রিল (শনিবার) কলম্বোর শেষ ওয়ানডেতে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার।ইতোমধ্যে টাইগাররা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৯০ রানে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাসকিন আহমেদের হ্যাটট্রিকে লঙ্কানরা ৩১২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারী বাংলদেশকে।কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তাই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/রাব্বি খান/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়