ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত হবে

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত হবে

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে তিনটি জামাত হবে।

প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টা ১৫মিনিটে ও তৃতীয়টি হবে সকাল ৯টায়। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে অংশ নিতে পারেন  সেজন্য বাগেরহাট জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত থাকবে।

ষাটগম্বুজ মসজিদের পাশাপাশি এবার খানজাহান আলী মাজার জামে মসজিদ, পুরাতন কোর্ট জামে মসজিদ, মিঠাপুকুর জামে মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ জামে মসজিদ, ফলপট্টি জামে মসজিদ, সরুই হাজী আরিফ জামে মসজিদ ময়দান, নতুন কোর্ট জামে মসজিদ এবং ১০ গম্বুজ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৭টা ৪৫মিনিটে আলীয়া মাদ্রাসা ময়দানে, সকাল ৮টা ১৫মিনিটে সোনাতলা আউলিয়াবাদ জামে মসজিদ, খারদ্বার জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদে, সকাল সাড়ে ৮টায় পিসি কলেজ ময়দান ও দশানী আরাফাত মসজিদে ঈদের জামাত হবে।

 

 

 

 

রাইজিংবিডি/বাগেরহাট/১৩ জুন ২০১৮/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়