ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিলে সরকার বিচলিত : মওদুদ

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ষোড়শ সংশোধনী বাতিলে সরকার বিচলিত : মওদুদ

নোয়াখালী প্রতিনিধি : সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্টে বাতিলের রায়ের পর সরকার বিচলিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেছেন, ‘তাদের (সরকারের) অবস্থা এখন নড়েবড়ে। তারা নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছে। এ রায় তারা মেনে নিতে পারছে না।’

আজ শুক্রবার দুপুরে নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়িতে কবিরহাট উপজেলা ও পৌরসভার বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা কারো উপর ঈর্ষান্বিত হয়ে অথবা আমাদের মুখের দিকে তাকিয়ে এ রায় দেননি। এ রায়ে গত নয় বছরে সরকারের শাসনের বিরুদ্ধে ১৬ কোটি মানুষের মনের দুঃখ-ব্যথা, বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে।’

মওদুদ অভিযোগ করেন, ‘এ অনুষ্ঠানটি কবিরহাটে হওয়ার কথা ছিল, সেখানে পুলিশের বাধা ও শাসক দলের বোমাবাজি ও হয়রানির কারণে নেতা-কর্মীরা সংঘর্ষ ও সংকট থেকে বিরত থাকার জন্য কোম্পানীগঞ্জে আমার বাড়িতে চলে এসেছে।’

কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লিটন চৌধুরী, ফখরুল ইসলাম দুলাল, ফরহাদ হোসেনসহ অনেকে।

 

 

রাইজিংবিডি/নোয়াখালী/১১ আগস্ট ২০১৭/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়