ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে কাজ করছি’

রফিক মুয়াজ্জিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে কাজ করছি’

রাইজিংবিডি ডেস্ক  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে কাজ করছি। সমাজের সর্বস্তরের মানুষের জন্য সরকার উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে।

রোববার বিকেলে মাদারীপুরের শিবচরে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার শিক্ষা প্রসারে প্রতিটি জেলা-উপজেলায় স্কুল সরকারিকরণ করছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে ড. কামাল হোসেন ঐক্য করেছেন বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারা মানুষ পুড়িয়ে মারে, যারা অগ্নিসন্ত্রাস করে, যারা মানিলন্ডারিং ও দুর্নীতির সঙ্গে জড়িত, যারা এতিমের টাকা চুরি করে খায়, তাদের সঙ্গে ঐক্য করেছেন ড. কামাল হোসেন গং। সঙ্গে জুটেছে কিছু খুচরা আধুলিও।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কামাল হোসেন সাহেবকে বাহবা জানাই। তবে, তিনি কার সঙ্গে ঐক্য করেছেন? তিনি কাকে নেতা মেনেছেন? যে পলাতক, যে বিদেশে, যে মানিলন্ডারিং কেসে সাজাপ্রাপ্ত। দশ ট্রাক অস্ত্র চোরাকারবারি মামলায় সাজাপ্রাপ্ত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত। তার অধীনেই কামাল হোসেন গংরা ঐক্য করেছেন। তারা আজ খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। ওই খুনিদের তো মানুষ ক্ষমতায় চায় না।’

তিনি আরো বলেন, ‘ড. কামাল হোসেন নৌকা থেকে নেমে এখন ধানের শীষ ধরেছেন। যে শীষ ধান নেই, চিটা ছাড়া কিছুই নেই।  ড. কামাল হোসেন জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন, অথচ আজ যে বিএনপি-জামায়াত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত, তিনি তাদের সঙ্গে ঐক্য গড়েছেন।’

এর আগে রোববার সকালে পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সেতুর নামফলক উন্মোচনসহ পদ্মাসেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা ও যশোরের মধ্যে রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় রেলমন্ত্রী মুজিবুল হক রেল সংযোগ প্রকল্পের মডেল সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সেনাবাহিনী প্রধান, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা, পদ্মাসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক র্কমকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়