ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : হানিফ

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। ২০১৯ সালের জানুয়ারির প্রথম দিকে অথবা ২০১৮ সালের ডিসেম্বরের শেষদিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি সরকারের সময় দেশ অন্ধকারে ডুবে ছিল। সেখান থেকে দেশকে আলোর পথে ফিরিয়ে আনার একটা পদক্ষেপ ছিল রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। এই রামপাল প্রকল্প বাস্তবায়নে বিএনপি-জামায়াত বাধার সৃষ্টি করেছিল। তারা এই প্রকল্প বন্ধ করতে দেশের ভিতর এবং আন্তর্জাতিকভাবে লবিং করেছিল। তারা ইউনেস্কোকেও প্রভাবিত করেছিল। ইউনেস্কো সর্বশেষ জানিয়েছে- রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তাদের কোনো আপত্তি নেই। এর মধ্যদিয়ে আবারও প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের গৃহীত সব প্রকল্প সঠিক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৭ জুলাই ২০১৭/কাঞ্চন কুমার/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়