ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সচিব হলেন ৫ কর্মকর্তা

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সচিব হলেন ৫ কর্মকর্তা

সচিবালয় প্রতিবেদক : প্রশাসনের পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় দায়িত্ব পালন করে আসা এই পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। 

মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সচিব পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন-পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আকরাম আল হোসেন এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. মোশারফ হোসেন।

নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

বর্তমানে প্রশাসনে সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তা রয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়