ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

‘সন্ত্রাসীদের পুনর্বাসন সরকার মেনে নেবে না’

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৩০ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সন্ত্রাসীদের পুনর্বাসন সরকার মেনে নেবে না’

কুষ্টিয়া সংবাদদাতা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের নামে সন্ত্রাসীদের পুনর্বাসনের দাবি সরকার মেনে নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, ‘‘আমরা চাই উৎসবমুখর পরিবেশে সব দল নির্বাচনে অংশ নিক। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের নামে বিএনপি যদি সন্ত্রাসীদের পুনর্বাসন করতে চাই, সরকার তা মেনে নিতে পারে না। এই সুযোগ দেওয়া হবে না।’’

আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, নির্বাচন সময়ে পুলিশ নাশকতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি  অভিযান চালাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তা প্রত্যাশিত।

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/কুষ্টিয়া/৩০ নভেম্বর ২০১৮/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়