ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয় : নাসিম

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয় : নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভারত-আমেরিকাসহ বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রেই ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচন হয়। বাংলাদেশেও আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।

রোববার বেলা আড়াইটায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজেন কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা নিজেই ক্ষমতায় থেকে তার দলের প্রার্থী হিলারীর পক্ষে ভোট প্রার্থনা করেছিলেন। তারপরও বিরোধী দলীয় প্রার্থী ডোনাল্ড ট্র্যাম্প নির্বাচিত হয়েছেন।

নাসিম বলেন, একটি রাজনৈতিক দল ২০১৪ সালের নির্বাচনের বন্ধ করার উদ্দেশ্যে সারা দেশে জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যায় লিপ্ত হয়েছিল। তারা টার্গেট করে পুলিশকে হত্যা করেছে। তারপরও নির্বাচন হয়েছে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে ভারত-পাকিস্তানসহ ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্রগুলো যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। বাংলাদেশের পুলিশ জীবন দিয়ে জঙ্গিবাদ নির্মূল করেছে। বাংলাদেশের পুলিশ এখন সাহসী। জঙ্গিবাদ সন্ত্রাস আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

সমাবেশে মুখ্য আলোচকের বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, দেশের প্রত্যেকটি সেক্টরে যখন সার্বিক উন্নয়ন হচ্ছে, সেখানে একটি মহল বরাবরের মতো মিথ্যাচার করে বিবৃতি দিয়ে যাচ্ছে। পুলিশ জঙ্গিদের হত্যা করতে চায় না। তারা বলছেন আমরা নাকি জঙ্গি নিয়ে খেলা করছি। সব বিষয়ে বিবৃতি দেওয়া যায় না। জঙ্গিবাদ নিয়ে কোনো রাজনীতি করবেন না। এটা দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়।

আইজিপি আরো বলেন, জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করার যে সংস্কৃতি তাই হচ্ছে কমিউনিটি পুলিশিং। হাজার হাজার অভিযান চালিয়ে, কোটি টাকার মাদক উদ্ধার, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের গ্রেপ্তার এবং হাজারও মামলা দিয়েও মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব নয়। সেক্ষেত্রে সামাজিক সচেতনতা সৃষ্টি ও নাগরিকদের দায়িত্ববোধ সৃষ্টিতে কাজ করবে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজ খুরশীদ হাসান, র‌্যাব-১২ এর অধিনায়ক মো. শাহাব উদ্দিন খান, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক বিমল কুমার দাস, জান্নাত আরা হেনরী, গাজী সাঈদুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১৯ মার্চ ২০১৭/অদিত্য রাসেল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ