ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সবাইকে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে’

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সবাইকে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে’

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী  আমির হোসেন আমু বলেছেন, গাছ যেমন একদিকে পরিবেশের ভারসম্য রক্ষা করে, তেমনি মানুষকে বিনামূল্যে অক্সিজেন দেয়। অনেকেই হাসপাতালে অক্সিজেন কিনে লাগান, অথচ সরকার অসংখ্যবার বলার পরেও বাড়ির পাশে একটি গাছ লাগান না।

তিনি বলেন, সবাইকে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বৃক্ষমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইদুর রহমান। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর।

ঝালকাঠির নলছিটিতে শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। উপজেলা পরিষদ চত্বরে ‍দুপুর ১২টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ সময় তিনি মেলার বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। মেলায় স্থান পাওয়া ১৫টি স্টলে ফলদ, বনজ ও ঔষধী গাছ এবং নানা প্রজাতির ফলের পসরা সাজানো হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর এ মেলার আয়োজন করে।




রাইজিংবিডি/ঝালকাঠি/১৫ জুলাই ২০১৭/অলোক সাহা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়