ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সবার জন্য সুপেয় পানি নিশ্চিতে কাজ করছে সরকার’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সবার জন্য সুপেয় পানি নিশ্চিতে কাজ করছে সরকার’

সেমিনারে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (ছবি : আসাদ আল মাহমুদ)

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার দেশের প্রত্যেকটি মানুষের সুপেয় পানি সরবরাহের বিষয়ে কাজ করছে।’

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব পানি দিবস উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে পানি সবরাহের কাভারেজ ৮৮ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে।বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত ডেল্টা অঞ্চল, যার ভেতর দিয়ে ৫৭টি আন্তঃসীমান্ত নদীসহ শতাধিক নদী শাখা-প্রশাখাসহ প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে নদী দূষণ রোধেও কাজ করছে সরকার।’

তিনি বলেন, ‘আমাদের সবাইকে একটি স্থিতিশীল পৃথিবীর জন্য কাজ করতে হবে, যেখানে প্রত্যেকের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা থাকবে। সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের পানির উৎসসমূহকে নিরাপদ ও গ্রহণযোগ্য করে তুলতে হবে। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় আমাদের অনেক বেশি কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘টেকসই উদ্ভাবনী সমাধানের জন্য আমাদেরকে এখন থেকে সর্বাত্মক চেষ্টা শুরু করতে হবে। অন্যথায় লক্ষ্য অর্জনে অনেক বেশি দেরি হয়ে যাবে। অনাগত দিনের ঝুঁকি ও সুযোগ বিবেচনা করে একসঙ্গে কাজ করলে সমন্বিত সফলতা অবশ্যম্ভাবী। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা একটি দূষণমুক্ত এবং স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ অর্জনের পথে এগিয়ে নিতে সহযোগিতা করবে।’

স্থানীয় সরকার বিভাগের সচিব এস এম গোলাম ফারুকীর সভাপতিত্ব করেন। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ডিপিএইচই এর প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, বুয়েটের অধ্যাপক মুজিবুর রহমান, ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধি ব্রাডেন জাং রানা প্রমুখ উপস্থিত ছিলেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৭ এ‌প্রিল ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়