ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সমঝোতার বিকল্প নেই : মওদুদ

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমঝোতার বিকল্প নেই : মওদুদ

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সমঝোতার বিকল্প নেই এবং সেক্ষেত্রে সংবিধান বাধা হবে না।

শুক্রবার দুপুরে নোয়াখালী শহরের মাইজদীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘‘দেশ এখন অত্যন্ত গভীর সংকটের মধ্যে রয়েছে। সমঝোতার মাধ্যমে সরকারকে এই সংকট নিরসন করতে হবে। আমরা চাই সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।’’

তিনি বলেন, ‘‘এই সরকার বিএনপি’র অগণিত নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিধায় ধৈর্য ধরে আছি। যদি সমঝোতা না করে ২০১৪ সালের মতো সরকার নির্বাচন করতে চায়, জনগণ তা কখনো হতে দেবে না।’’

মওদুদ আহমদ বলেন, যারা বার বার সংবিধানের দোহাই দিয়ে যাচ্ছে, তাদের মুখে এগুলো শোভা পায় না। যদি সরকার দেশের ভালো চায়, অগ্রগতি চায় এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়, তাহলে সমঝোতায় আসতে সংবিধান কোনো বাধা হবে না।

তিনি বলেন, ‘‘১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল তাও সংবিধান সম্মত ছিল না। একটি সুষ্ঠ, গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সমঝোতার বিকল্প নেই।’’

জেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, বরকত উল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম ও শামীমা বরকত লাকী। এখানে জেলা, উপজেলা ও পৌরসভার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/নোয়াখালী/২৪ নভেম্বর ২০১৭/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়