ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সমর্থকদের নির্বোধ আচরণে ন্যানতেসকে জরিমানা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমর্থকদের নির্বোধ আচরণে ন্যানতেসকে জরিমানা

ক্রীড়া ডেস্ক: বিমান দুর্ঘটনায় কিছুদিন আগে নিহত হয়েছিলেন ন্যানতেসের আর্জেন্টাইন ফুটবলার অ্যামিলিয়ানো সালা। মত্যুর পর প্রথম ম্যাচে তাকে সম্মান জানানোর আয়োজন করেছিল ফরাসি ক্লাবটি। কিন্তু সেই ম্যাচে সমর্থকরা অগ্নিতরঙ্গ নিয়ে কান্ডজ্ঞানহীন উৎসব করায় জরিমানা করা হয়েছে ক্লাবটিকে।

মৃত খেলোয়াড়ের জন্য সম্মানের ম্যাচে ভক্তদের এমন আচরণ মেনে নিতে পারেনি ফ্রেঞ্চ ফুটবল লিগ। সালা নিহত হওয়ার ঠিক পরের ম্যাচে তাকে সম্মান জানানোর উপলক্ষ তৈরি করে ক্লাব কর্তৃপক্ষ। এ জন্য সালার ছবি সম্মলিত বিশাল এক ব্যানার ন্যানতেসের গ্যালারিতে টানানো হয়। কিন্তু ম্যাচ চলাকালীন অগ্নিতরঙ্গ নিয়ে ভক্তদের এমন কান্ডজ্ঞানহীন আচরণ মেনে নিতে পারেনি ফ্রেঞ্চ ফুটবল লিগ কর্তৃপক্ষ। ফলে ক্লাবটিকে ১৬ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

ফরাসি ক্লাব ন্যানতেস ছেড়ে ইংলিশ প্রিমিযার লিগে যোগ দিয়েছিলেন সালা। এর আগে ন্যানতেসের হয়ে ১৩৩টি ম্যাচ খেলেন তিনি। ওই ক্লাবের জার্সিতে তিনি ৪৮টি গোল করেন।

গত ২১ জানুয়ারি ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় মারা যান সালাহ। তাকে বহনকারী বিমানটি ইংলিশ চ্যানেলে বিধ্বস্ত হয়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়