ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সরকার দেশের শান্তি নিশ্চিত করেছে : তথ্যমন্ত্রী

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকার দেশের শান্তি নিশ্চিত করেছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি দমনের মধ্যদিয়ে সরকার দেশের শান্তি নিশ্চিত করেছে। 

রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তর বাস্তবায়িত একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় ‘তথ্য কর্মকর্তাদের জন্য হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমনে যুদ্ধ চলছে। এর মধ্যদিয়ে সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।  উন্নয়ন থেকে সমৃদ্ধির দিকে দেশকে ধাবিত করছে।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তি আয়ত্ত করতে না পারলে দক্ষ কর্মী হওয়া সম্ভব না। আর দক্ষ কর্মী না হতে পারলে উন্নয়ন সম্ভব না।

মন্ত্রী আরো বলেন, মানবসম্পদ বাড়াতে হলে তাদের দেখভাল করতে হবে। তাদের সুস্থ রাখতে হবে। তাদের তথ্য-প্রযুক্তির শিক্ষা দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান মেনে চলেন। তিনি সংবিধান মেনে মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা ও গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক কামরুন নাহার, এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/হাসিবুল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়