ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘সরকার নির্বাচন ঘিরে সংকট সৃষ্টি করেছে’

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকার নির্বাচন ঘিরে সংকট সৃষ্টি করেছে’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ‘‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী চরিত্র ধারণ করে ক্ষমতায় বসে আছেন। গণতন্ত্র ধ্বংস করে তিনি জনগণকে ধোকা দিচ্ছেন। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার দেশে সংকট সৃষ্টি করেছে।’’

বুধবার দুপুর ১২টায় বরিশাল মহানগর বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘‘বিএনপিকে দমন করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ আমাদের একাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিচ্ছে এই সরকার। ওয়ান ইলেভেনের সময় জিয়া ট্রাস্ট মামলায় দেশনেত্রীকে জড়ানো হয়েছে,  তাতে দেশনেত্রীর সম্পৃক্ততা নেই। সুষ্ঠু বিচার হলে বেগম জিয়া অবশ্যই এই মামলা থেকে রেহাই পাবেন।’’

তিনি বলেন, ‘‘ওয়ান ইলেভেনের সরকারের সঙ্গে যোগসাজশ করে শেখ হাসিনা ক্ষমতা এসে তার বিরুদ্ধে মামলাসহ দুর্নীতির সাড়ে সাত হাজার মামলা খারিজ ও প্রত্যাহার করে নিয়েছে। আর আমাদের হয়রানি করার জন্য লাখ লাখ মামলার বোঝা চাপিয়ে দিয়েছে। এত ষড়যন্ত্রের পরও বিএনপিকে দুর্বল করতে পারেনি আওয়ামী লীগ।’’ 

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য আগামী নির্বাচনের আগে এই সংসদ ভেঙে দিতে হবে। এই সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। এর জন্য সকলকে রাজপথে নেমে এই লুটেরা বাহিনীর মোকাবেলা করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনা বিএনপির জন্য চ্যালেঞ্জ।’’

বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে মহানগর বিএনপির কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান খান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক নান্নু, বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চান প্রমুখ।

ড. খন্দকার মোশাররফ হোসেন দুই দিনের সফরের শেষ দিনে বৃহস্পতিবার সকাল ১০টায় টাউন হলে উত্তর জেলা বিএনপির প্রতিনিধি সমাবেশে অংশ নেবেন।



রাইজিংবিডি/বরিশাল/২৭ নভেম্বর ২০১৭/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়