ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সরকারি নথিসহ বহিরাগত আটক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি নথিসহ বহিরাগত আটক

নিজস্ব প্রতিবেদক : বন্ডের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ এক বহিরাগতকে আটক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে।

এনবিআরে জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু'মেন বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, আটক হওয়া ব্যক্তির নাম জহিরুল ইসলাম। তবে তার পরিচয় সম্পর্কে এখনো কিছু জানায়নি এনবিআর।

এনবিআর সূত্র জানায়, অবৈধ সুবিধা নিতে তদবিরের জন্য তিনি এনবিআর চেয়ারম্যানসহ বিভিন্ন জনের দপ্তরে যান। বিষয়টি সন্দেহজনক  মনে হলে  এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) তাকে জিজ্ঞাসাবাদ করে। সিআইসির মহাপরিচালক মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে  বহিরাগতকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে  তিনি নিজের কাছে বন্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র থাকার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়