ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সরকারি শিশু পরিবারের শিশুদের যৌন নির্যাতন?

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৩১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি শিশু পরিবারের শিশুদের যৌন নির্যাতন?

অভিযুক্ত তিন কর্মচারী

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সরকারি শিশু পরিবারের শিশুদের উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ অভিযোগ এনে রোববার রাতে শিশুরা মিলে সেখানে কর্মরত চার কর্মচারীকে পিটিয়েছে। 

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত সরকারি শিশু পরিবারে (বালক) এখন ৬৮ জন এতিম শিশু রয়েছে। তাদের দেখভাল করার জন্য নয়জন শিক্ষক-কর্মচারী সেখানে কর্মরত রয়েছেন। শিশুদের অভিযোগ, সেখানে খাওয়ার মান ভালো না। তাদের বসবাসের স্থান অপরিচ্ছন্ন ও চিকিৎসা সুবিধাও তেমন নেই। এ সব বিষয় নিয়ে অভিযোগ করলে তাদের মারধর করা হয়। সুযোগ বুঝে চারজন কর্মচারী তাদের উপর যৌন নির্যাতন চালান। রোববার রাতে বলাৎকার করায় চারজনকে তারা পিটুনি দিয়েছে। 

শিক্ষার্থী আবদুর রহিম, মো. ইব্রাহীম হোসেন, সাকিব, আহসান হাবিব, আজমল হোসেন জানায়, ‘আমরা তাদের বলাৎকারের শিকার। আমরা সকল শিক্ষকের অপসারণ চাই’।

শিশুরা যৌন নির্যাতনের অভিযোগ এনেছে কর্মচারী বিমান বৈরাগী, তানভীর হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ, কৌশিক ফরহানের বিরুদ্ধে। তাদের পিটুনি দিয়েছে শিশুরা।

শিক্ষার্থীরা বলে, ‘অভিযোগ করলেই উল্টো মার হয় আমাদের। রোববার রাতে আমরা তাদের পিটিয়েছি।’

তবে অভিযুক্তরা দাবি করেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। শিশুরা শৃংখলা ভঙ্গ করলে কঠোর হলেই তারা এসব অভিযোগ দেয়।

শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, ‘আমি এখানে মাত্র তিন দিন যোগ দিয়েছে। শিশুদের অভিযোগ পেয়ে জেলা প্রশাসক মহোদয় সদর উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।’

সাতক্ষীরা জেলা সমাজসেবা উপ-পরিচালক দেবাশীষ সরদার বলেন, অভিযোগ পাওয়ার পর কর্মচারী বিমান বৈরাগীকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।




রাইজিংবিডি/সাতক্ষীরা/৩১ জুলাই ২০১৭/এম. শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়