ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সরকারিভাবে ধান, গম ও চাল ক্রয় শুরু

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারিভাবে ধান, গম ও চাল ক্রয় শুরু

কুড়িগ্রাম সংবাদাতা : কুড়িগ্রামে সরকারিভাবে ধান, গম ও চাল ক্রয় অভিযান শুরু হয়েছে। সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম এবং ৩৬ টাকা কেজি দরে চাল কেনা হচ্ছে।

কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য গুদামে শুক্রবার সকালে ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা চালকল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম টুকু, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছালাম, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম মাহী প্রমুখ।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯ উপজেলায় ৩ হাজার ৩০৮ মেট্রিক টন ধান, ১ হাজার ২ মেট্রিক টন গম ও ১৭ হাজার ৬৮১ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যে ক্রয় অভিযান শুরু করা হয়েছে।

সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম মাহী জানান, উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান ও ২৮ টাকা কেজি দরে গম ক্রয় শুরু হয়েছে। একজন কৃষকের কাছ থেকে ১৫০ কেজি থেকে শুরু করে ৩০০০ কেজি ধান ক্রয় করা হবে।




রাইজিংবিডি/কুড়িগ্রাম/১৭ মে ২০১৯/বাদশাহ সৈকত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়