ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সরকারের লজ্জাজনক পরাজয় হবে : নজরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারের লজ্জাজনক পরাজয় হবে : নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ‘লজ্জাজনক পরাজয়’ হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি এই নীতি নির্ধারক বলেন, ‘গতকাল দেশের বড় বড় রাজনীতিবিদ একই দাবিতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে। আমাদের দলও (বিএনপি) এই দাবির সাথে একমত পোষণ করেছে। সকল রাজনীতিবিদের অংশগ্রহণে যে আন্দোলনের ডাক এসেছে, তাতে প্রমাণিত হয় আগামীতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে তাদের শুধু পদত্যাগ নয় লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে।’

এ সময় নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনের সময়ে সামরিক বাহিনী মোতায়েন, সংসদ ভেঙে দেওয়া ও ইভিএম বাতিলের দাবি জানান তিনি।

খালেদা জিয়াসহ জাতীয়তাবাদী সব রাজবন্দিদের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল’।

সরকার খালেদা জিয়ার সঙ্গে শত্রুর মতো আচরণ করছে অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, ‘বেগম জিয়া গুরুতর অসুস্থ, তাকে যদি এখন সুচিকিৎসা না দেওয়া হয় তাহলে তার প্যারালাইজডসহ চোখ অন্ধ হয়ে যেতে পারে। আমরা বারবার সরকারের কাছে তার চিকিৎসার কথা বলা সত্বেও সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না।’

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার এই আইন পাস করেছে কারণ সাংবাদিকরা যাতে সত্য কোনো নিউজ প্রকাশ করতে না পারে। সরকারের বিরুদ্ধে যেন না লিখতে পারে।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহম্মেদ তালুকদারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম. জাহাঙ্গীর আলম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়