ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সহায়ক সরকার দিতে বাধ্য করা হবে : নোমান

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ১৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সহায়ক সরকার দিতে বাধ্য করা হবে : নোমান

নিজস্ব প্রতিবেদক : আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে নির্বাচনকালীন সহায়ক সরকার দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, 'ক্ষমতাসীন সরকার নির্বাচনকালীন সরকার নিয়ে অনেক ব্যঙ্গ করছে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই,  আগামী  নির্বাচনে বিএনপি যাবে, বর্জন করবে না। তার আগে সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নির্বাচনকালীন সহায়ক সরকার দিতে বাধ্য করা হবে। কারণ নির্বাচনকালীন সহায়ক সরকার জনগনের দাবি।’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত  মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষকে কর্তৃত্ববাদী শাসক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে মন্তব্য করে আব্দুল্লাহ আল নোমান বলেন, 'হামলা, মামলা, গুম, খুন তাদের প্রধান এজেন্ডায় পরিণত হয়েছে। এদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রয়োজন।’

তিনি বলেন, 'এই দেশটা সবার। ক্ষমতার লোভে আওয়ামী লীগ গুম, খুন, লুট আর দুর্নীতির রাজনীতি করছে। কিন্তু আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি করবে না।’

বিএনপির ভিশন ২০৩০ প্রসঙ্গে তিনি বলেন,' আওয়ামী লীগ এই ভিশনের আলোচনা, সমালোচনা করছে। এটা তারা করতেই পারে। ভিশনে কোনো ভুল থাকলে আমরা সংশোধন করব, কারণ এটা আমাদের শেষ ভিশন নয়।’

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, নিপুন রায় চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের নেতা শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৭/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়