ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাংবাদিক ও কবি সাযযাদ কাদির আর নেই

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক ও কবি সাযযাদ কাদির আর নেই

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক ও কবি সাযযাদ কাদির আর নেই। বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাযযাদ কাদির ছিলেন বহুমাত্রিক লেখক, গবেষক ও প্রাবন্ধিক। ১৯৪৭ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়।

১৯৬২ সালে বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসির পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুতোষ, সম্পাদনা, সংকলন, অনুবাদসহ বিভিন্ন বিষয়ে ৮০টির বেশি গ্রন্থ রচনা করেছেন তিনি।

তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- যথেচ্ছ ধ্রুপদ (১৯৭০), চন্দনে মৃগপদচিহ্ন (১৯৭৬), রসরগড়, লাভ স্টোরি (১৯৭৭), বিশ্ববিহীন বিজনে (২০০৮), নারীঘটিত (২০১২), রমণীমন (২০১৬), আঁচ (২০১৫), বৃষ্টিবিলীন (২০১২), কবিতা সংগ্রহ গল্প সংগ্রহ (২০১৬)।



রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়