ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাংবাদিক নাজমুল হুদার জামিন মঞ্জুর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক নাজমুল হুদার জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস ধর্মঘটের খবর প্রকাশের অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক নাজমুল হুদার জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলমের আদালতে নাজমুল হুদার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী তুহিন হাওলাদার। শুনানি শেষে বিচারক এক লাখ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

নাজমুল হুদার আইনজীবী তুহিন হাওলাদার বলেন, সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় আশুলিয়া থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এ মামলায় তার জামিনের আবেদন করা হলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকার পাশে আশুলিয়ায় গার্মেন্টস কর্মীদের ধর্মঘটের খবর সংগ্রহের কারণে সাংবাদিক নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময়ে নাজমুল হুদার কম্পিউটার ও মোবাইল ফোনও জব্দ করা হয়।

বাংলাদেশ প্রতিদিন এবং বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) হয়ে কাজ করেন নাজমুল হুদা। পুলিশের অভিযোগ, প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়ে গার্মেন্টস শ্রমিকদের ধর্মঘটকে উৎসাহিত করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়