ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাংবাদিক নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির বরিশাল অফিসের ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনকারী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) নেতারা।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ মার্চ বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানকে পুলিশ অমানুষিক নির্যাতন করেছে। আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে নির্যাতনকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে টিসিএর সহসভাপতি আবুল কালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, টিসিএর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৮/হাসিবুল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়