ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যাকারীর ফাঁসি দাবি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক শিমুল হত্যাকারীর ফাঁসি দাবি

নিজস্ব প্রতিবেদক : দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন তার সহকর্মী ও সাংবাদিক নেতারা।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী দৈনিক সমকাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা বিভাগীয় সাংবাদিক ফোরামের উদ্যোগ এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘শিমুলের ওপর গুলিবর্ষণকারী মিরুকে শুধু গ্রেপ্তার করলেই হবে না, দ্রুত বিচার আইনে তার বিচার করতে হবে। শিমুলের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।’

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ দুর্বল করে দিলে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে। স্বাধীনতার পর যত সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের মধ্যে গৌতম দাশ ছাড়া কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। শিমুলের খুনিরাও যদি রেহাই পেয়ে যায়, তাহলে সরকার সে দায় এড়াতে পারবে না। তার দায়ভার সরকারকে নিতে হবে।’

বক্তারা আরো বলেন, ‘সারা দেশে গণমাধ্যমকর্মীরা আজ শান্তিতে নেই। মামলা-হামলাসহ নানাভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। এ অবস্থা বেশিদিন চললে তা দেশের জন্য সুখকর হবে না। আমরা সরকারের কাছে আবেদন জানাব, শিমুল হত্যার বিচারসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দ্রুত করুন। তা না হলে সাংবাদিক সমাজ চুপ করে বসে থাকবে না।’

মানববন্ধনে বক্তারা হালিমুল হক মিরুকে পৌর মেয়রের পদ থেকে বরখাস্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব ওমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন, বিএফইউজের প্রাক্তন মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি, বার্তা সম্পাদক মশিউর রহমান টিপু প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৬/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়