ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাংবাদিক সঞ্জীব চৌধুরী আর নেই

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৪, ১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক সঞ্জীব চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক সঞ্জীব চৌধুরী আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণে বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তার স্বজনেরা জানান, রাত সাড়ে ১০টার দিকে নিউ নেশনে কর্মরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্বামীবাগের আজগর মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

সঞ্জীব চৌধুরী নিউ নেশনে সম্পাদকীয় বিভাগে কর্মরত ছিলেন। তিনি দৈনিক আমার দেশ, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

সঞ্জীব চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন। এছাড়া বিএনপি সমর্থিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা ছিলেন তিনি।

বিএনপি চেয়াপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার দুপুরে তার মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে নেওয়া হবে। এরপর পোস্তগোলায় শশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।



রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৭/এসএন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়