ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাংবাদিক হানিফ মাহমুদ মারা গেছেন

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক হানিফ মাহমুদ মারা গেছেন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ আর নেই।

শনিবার সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

হানিফ মাহমুদ ছিলেন ন্যায়নিষ্ঠ সাংবাদিক। তিনি দৈনিক খবরপত্রের কাশিয়ানী প্রতিনিধি এবং কাশিয়ানী বার্তার প্রকাশক ও প্রধান সম্পাদক ছিলেন। বিভিন্ন জাতীয় দৈনিকেও তিনি কাজ করেছেন। 

তিনি দীর্ঘ ১৫ বছর কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি ছিলেন। লেখালেখির সঙ্গে জড়িত হানিফ মাহমুদ ছিলেন একজন প্রাবন্ধিক।  

হানিফ মাহমুদের প্রথম জানাজা কাশিয়ানী শহীদ মিনার চত্ত্বরে শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। বাদ আসর গ্রামের বাড়ির মাজড়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম ও কাশিয়ানী প্রেসক্লাবের সব সংবাদকর্মী শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়