ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাইফ হাসানের ডাবল সেঞ্চুরি

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাইফ হাসানের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক : ২৫ তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান।

 

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে ডাবল সেঞ্চুরির ইনিংস উপহার দেন সাইফ। বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সাইফ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি বাংলাদেশের ২৯তম ডাবল সেঞ্চুরি।

 

বুধবার মধ্যাহ্ন বিরতির পর ৪০৬ বলে ১৯ বাউন্ডারিতে প্রথমবারের মত ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সাইফ। ১৩৭ ওভারে পেসার সালমান হোসেন ঈমনের বলে বাউন্ডারি মেরে ১৯৫ থেকে ১৯৯ রানে পৌঁছান সাইফ। এক বল পর এক রান নিয়ে দুইশ রানের এলিট ক্লাবে প্রবেশ করেন সাইফ।

 

জমাট কৌশল ও ঠান্ডা মেজাজের কারণে সাইফ হাসান আলাদা করে ক্রিকেটাঙ্গনে পরিচিতি পেয়েছেন। ক্রিকেট সংশ্লিষ্টরা এরই মধ্যে তাকে নিয়ে বড় দৈর্ঘ্যর ক্রিকেটে স্বপ্ন দেখছেন। ওয়ালটন জাতীয় ক্রিকেটের মত বড় মঞ্চে সাইফ গত রাউন্ডে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া শেষ রাউন্ডেও সাইফ ছিলেন অনন্য। ইনিংসের শুরু থেকেই নিজের স্বভাবসুলভ ব্যাটিং করেন ১৮ বছর বয়সি এ ক্রিকেটার। ১১৪ বলে দেখা পান হাফসেঞ্চুরির। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছুঁতে সাইফ খেলেছেন ২১৮ বল। ১২ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পাওয়ার পরও রানের ক্ষুধা আরও বেড়ে যায় তার। প্রথম দিন শেষে ১৩১ রানে অপরাজিত থাকেন সাইফ।

 

বুধবার দ্বিতীয় দিনের প্রথম ঘন্টায় দেড়শ রান অতিক্রম করেন ঢাকার এ ক্রিকেটার। এরপর ব্যাটিং মুগ্ধতা ছড়িয়ে উইকেটের চারিপাশে রান তুলে নিয়ে ডাবল সেঞ্চুরির পর ধীরে ধীরে এগিয়ে যান। মধ্যাহ্ন বিরতির আগে ১৭৫ রানে অপরাজিত থাকেন তরুণ তুর্কী। বিরতির পর বিচক্ষণতা ও ধৈর্য্য্র পরীক্ষা দিয়ে মাইফলফলক স্পর্শ করেন সাইফ।

 

বাংলাদেশের হয়ে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন হাবিবুল বাশার সুমন। ২০০১ সালে বিমানের হয়ে যশোরে ম্যারাথন ইনিংসটি খেলেছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সবশেষ সেঞ্চুরিটি এসেছে নাসির হোসেনের ব্যাট থেকে। সিলেটের এ মাঠেই স্বাগতিক দলের বিপক্ষে ২০১ রান করেন নাসির।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়