ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সাক্ষী হাজিরে সময় আবেদন করা যাবে না’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ১৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাক্ষী হাজিরে সময় আবেদন করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক :  মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাক্ষী হাজিরে সময় চাওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছয়জনের বিরুদ্ধে সাক্ষী হাজিরে সময় আবেদনের পর চেয়ারম্যান বিচারপতি মো.শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশনা দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

পরে মোখলেসুর রহমান বলেন, নেত্রকোনার মিজদসহ ছয়জনের মামলায় ৬ষ্ঠ সাক্ষী হাজিরের জন্য সময় চেয়েছিলাম। কারণ অনেক দিন পর ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করেছে। এ জন্য সাক্ষীরা প্রস্তুত ছিল না। সার্বিক প্রস্তুতির জন্য সময় চেয়েছিলাম। আদালত এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ নভেম্বর দিন ধার্য করেছেন।
 
তিনি বলেন, এ সময় আদালত বলেছেন, এখন থেকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাক্ষী হাজিরের বিষয়ে কোনো সময় আবেদন যেন না করি সেটি সবাইকে (প্রসিকিউটর) জানিয়ে দিতে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়