ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাত সন্তান ও ব্যালন ডি’অর চান রোনালদো

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ১৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাত সন্তান ও ব্যালন ডি’অর চান রোনালদো

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসি পাঁচ-পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন চারটি। আর একটি হলেই তিনি ছুঁয়ে ফেলবেন তার চিরপ্রতিদ্বন্দ্বি মেসিকে। এল’ ইকুইপিকে দেওয়া এক সাক্ষাতকারে রোনালদো জানিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম ব্যালন ডি’অর জেতাটা তার স্বপ্ন। এ ছাড়া তিনি কথা বলেছেন রিয়ালের ঘুরে দাঁড়ানো ও মেয়ের বাবা হওয়ার বিষয়ে। তিনি যতদিন খেলবেন এই সময়ের মধ্যে সাত সন্তান ও সমান সংখ্যক ব্যালন ডি’অর জিততে চান। জানিয়েছেন সন্তানবিহীন জীবন তার কাছে কোনো জীবনই মনে হয় না।

ব্যালন ডি’অরের বিষয়ে রোনালদো বলেন, ‘আমি জানি এখনো ব্যালন ডি’অরের জন্য ভোটদান চলছে। এবারও ব্যালন ডি’অর জেতার বিষয়ে আত্মবিশ্বাসী আমি। মোটেও বিচলিত নই। আমি অবশ্যই ব্যালন ডি’অর জিততে চাই। আমি সাতটা সন্তান ও সমান সংখ্যক ব্যালন ডি’অর চাই। সবগুলোই জেতার উচ্চাকাঙ্খা রয়েছে আমার। ক্যারিয়ারের শুরু থেকেই আমি আমার সামর্থের সবকিছু জিততে চেয়েছি। এখন আমার স্বপ্ন হল পঞ্চম ব্যালন ডি’অর জেতা। পরের বছর হয়তো অন্য কিছুর জন্য লড়াই করব। নতুন চ্যালেঞ্জ নিব।’

মৌসুমের শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। পাশাপাশি সময়টা ভালো যাচ্ছে না রোনালদোরও। মূলত রিয়াল ও রোনালদোর পারফরম্যান্স বলতে গেলে এক সুঁতোয় গাঁথা। রিয়ালের ঘুরে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা গেল দুই বছরের চ্যাম্পিয়ন এবং আমরা শিরোপা অক্ষুন্ন রাখার জন্যই খেলছি। সেটা করতে পারলে অবশ্যই দারুণ কিছু হবে। এর আগেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমরা শিরোপা অক্ষুন্ন রাখতে পারি। যখনই আমাদের প্রয়োজন হয়েছে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এবারও তাই হবে। এই সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আমাদের হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। বড় ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করে থাকি। এর মধ্য দিয়েই হয়তো আমরা ঘুরে দাঁড়াব।’

বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করে পর্তুগীজ সুপারস্টার বলেন, ‘আমার ঘরে এখন চাঁদের হাট বসেছে। চারপাশে এতো এতো প্রিয় মানুষ ও মুখ পেয়ে সত্যিই আমি ভীষণ খুশি। আমি অনেক সন্তান চেয়েছি। আসলে সন্তানবিহীন জীবন আমার কাছে কোনো জীবনই মনে হয় না।’




রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়